মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে ২ হাজার ৮৪০ পিস্ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২।
মঙ্গলবার (১মার্চ) দুপুর তিনটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার পালস্ ডায়াগনস্টিক সেন্টারের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম মোঃ জসিম উদ্দিন (৩৭) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ছিটপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে জসিমকে আটক করা হয়।
তিনি বলেন, এ সময় তার কাছ থেকে ২৮৪০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, নগদ ১৭০০ টাকা এবং মাদক বহনকারী একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামী দীর্ঘ বছর যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, আটককৃত মাদক কারবারিকে রাতে শ্রীপুর থানায় সোপর্দ করে র্যাব-১২ এর একটি দল। এ ঘটনায় মাদক মামলা হয়েছে।
আসামিকে বুধবার (২ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।