নিজস্ব প্রতিবেদক:
এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা।
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি-তে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন। তিনি জানান, এই হামলায় একজন প্রকৌশলী নিহত হয়েছেন।
সাজিদ হোসাইন ফেসবুক পোস্টে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে বাংলাদেশ সময় (২ মার্চ) রাত প্রায় ৯টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে রকেট হামলা হয়েছে। সবার সাহসী তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নেভাতে পেরেছে। সবাই আল্লাহর কাছে ওদের জন্য সাহায্য প্রার্থনা করি।’
ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ, নিরাপদে ২৯ নাবিকইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ, নিরাপদে ২৯ নাবিক
হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ফেসবুকে দেওয়া ওই পোস্টে সাজিদ হোসেন বলেন, ‘গভীর বেদনার সাথে জানাচ্ছি যে, জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৪৭ই) মৃত্যুবরণ করেছেন।’
ইউক্রেনে আটকে রয়েছে আরও ৭০০ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনে আটকে রয়েছে আরও ৭০০ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। পরদিন রাশিয়ার সঙ্গে বিদ্যমান উত্তেজনার জেরে অলিভিয়া বন্দরের সকল কার্যক্রম বন্ধ করা হয়। ইউক্রেনের অলিভিয়া বন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ক্যাপ্টেন জি এম নুর ই আলম (৪০এন) এবং চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ (৩৫ই) জাহাজের ২৯ জন জাহাজেই আটকা পড়েন।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু এখনো জানা যায়নি।