সিলেট প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূর (২০) সঙ্গে এক বছর পূর্বে নান্দিশ্রী গ্রামের রশীদ আহমদ চৌধুরী জাবেদ (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুযোগে ওই গৃহবধূর বেশ কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে রেখেছিল ওই যুবক।
সম্প্রতি ওই যুবক তার সংরক্ষণে থাকা কিছু আপত্তিকর ছবি ও ভিডিও গৃহবধূর স্বামীর কাছে পাঠায়। এতে সংসারে নামে বিপত্তি। এ ঘটনায় ওই গৃহবধূ বাবা বাদী হয়ে সাবেক প্রেমিক রশীদ আহমদ চৌধুরী জাবেদকে আসামি করে জকিগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।
জানা যায়, মামলা দায়ের পর জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এর তত্বাবধানে থানার সেকেন্ড অফিসার (এসআই) লিটন চন্দ্র রায় আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত- রশীদ আহমদ চৌধুরী জাবেদ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের নান্দিশ্রী গ্রামের সুয়াইবুর রাহমান এর ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, ওই গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। আমরা রশীদ আহমদ চৌধুরী জবেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।