শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
জাতীয় শ্রমিকলীগের কার্যক্রম গতিশীল করার লক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ মার্চ) রাত ৮টায় উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি বাজার জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে গাজীপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ শফিকুল ইসলাম (শফি) কে সভাপতি ও মোঃ শাহাদত হোসেন (ভাংঙ্গী) কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়াও নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আবুল কালাম সিকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, গাজীপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জেমস সোহেল, গাজীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শাওন, গাজীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ প্রমুখ।