শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে মোটরসাইকেল চাপায় আহত মাদ্রাসা ছাত্র জোনায়েদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
২ মার্চ বুধবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জোনায়েদ। এর আগে, বুধবার বিকেলে কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় টাঙ্কিরপাড় মোড়ে দুর্ঘটনার শিকার হয় সে।
নিহত জোনায়েদ (৫) কাওরাইদ কালিবাড়ি এলাকার ভাড়াটিয়া রোকন মুন্সির ছেলে। জোনায়েদ কাওরাইদে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
জোনায়েদ এর মা জানায় মাদ্রাসা থেকে প্রতিদিনের মত বাড়িতে হেটে আসতেছিলাম, আসার পথে মিনহাজ নামের এক যুবকের দ্রুতগতির মোটরসাইকেল জোনায়েদকে চাপা দেয়। এতে আমার ছেলে সড়ঁকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২ টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার (এসআই) রিপন আলী খান জানান, মোটরসাইকেল দুর্ঘটনার কোনো সংবাদ থানা পুলিশকে জানানো হয়নি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।