উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
মটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদুতিক খুটির সাথে ধাক্কা লেগে মাদরাসার ছাত্র মোঃ রমিম শেখ (১৫) নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই বন্ধু।
শুক্রবার (৪ মার্চ) রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রমিম শেখ উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে। সে স্থানীয় কওমী মাদরাসার ইয়াজদাহম শ্রেণিতে পড়াশুনা করত।তার দুই বন্ধু উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি (১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭)। পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, রমিম শুক্রবার বিকেলে তার দুই সহপাঠী রাহুল ও অন্তরকে সঙ্গে করে মাদ্রাসা থেকে নিজেদের বাড়ি গিয়ে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যার দিকে রঘুনাথপুর-নড়াইল আঞ্চলিক সড়কের রঘুনাথপুর এলাকায় একটি ইজিবাইকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমিমকে মৃত ঘোষনা করেন।আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।