ভান্ডারিয়া (পিরোজপুর)
প্রতিনিধি:
ভান্ডারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের একটি সড়কে অভিযান চালিয়ে ২শ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আঃ রহিম হাওলাদার (৩৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছে।
সে সিংহখালী গ্রামের মোতালেব হাওলাদার এর ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে সিংহখালী কলেজ সংলগ্ন সড়কে ইয়াবা বিক্রিকালে পুলিশ মাদক কারবারী আঃ রহিম হাওলাদারকে ২শ ৫পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ভান্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ছিদ্দিক হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত আঃ রহিম হাওলাদারকে গতকাল শুক্রবার সকালে ওই মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।