নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ বদলগাছী থানার দেউলিয়া উত্তরপাড়া ঈদগাঁ মাঠে অভিযান চালিয়ে ২ কেজি ৯ শ গ্রাম গাঁজাসহ মোঃ কালাম (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ এবং স্কোয়াড কমান্ডর সহকারি পুলিশ সুপার আমিনুল এর নেতৃত্বে রবিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার দেউলিয়া গ্রামের মৃত শুকচান মন্ডলের ছেলে মোঃ কালামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধ ভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।