গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। গত রবিবার গাজীর মেট্রোপলিটনের বাসন খানাধীন ইটাহাটা এলাকার মোঃ নুরুল ইসলামের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। হত্যার স্বীকার ওই গৃহবধূ পাবনা জেলার বারই পাড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে মমতাজ খাতুন। ঘাতক স্বামী রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মমতাজ খাতুন গাজীপুর মহানগর ইটাহাটা এলাকায় নুরুল ইসলামের বাড়া বাসায় গত একমাস যাবত বসবাস করে আসছিল। তিনি জিমেনজেসি নামক একটি নীট কারখানায় কাজ করতেন। ঘটনার দিন নিহতের স্বামী রফিকুল ইসলাম তার বাসায় আসেন। স্বামী রফিকুল চলে যাবার পর দীর্ঘ সময় রুমের বাহির থেকে দরজা আটকানো ছিল।
সন্ধ্যায় মমতাজের কর্মরত কারখানা কর্তৃপক্ষের ফোন পেয়ে খবর নিতে গেলে বাড়ির মালিক দরজান খুলে দেখেন মমতাজের মরদেহ রুমের মেঝেতে পড়ে রয়েছে। তাৎক্ষণিক বিষয় নিকটস্থ বাসন থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, প্রাথমিক ভাবে ধরণা করা হচ্ছে, শ্বাসরুদ্ধ করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। এ হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।