জৈন্তাপুর প্রতিনিধিঃ
জৈন্তাপুরে নিখোজের দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ডালিম আহমদ (২২), উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরছটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, গত ৫ মার্চ শনিবার ডালিম তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়ীতে ঠাকুরের মাটিেেত বেড়াতে যায়। সেখান থেকে রাতে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে আর বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোজাখুজি শুরু করে। নিকট আত্মীয় সহ সম্ভাব্য সকল স্থানে খোজ নিয়ে কোন রকম সন্ধান না পেয়ে তার বাবা বাচ্চু মিয়া জৈন্তাপুর মডেল থানায় ৬ মার্চ একটি সাধারণ ডায়রী করেন। ৭ মার্চ সোমবার বিকাল ৩টায় ঘাটেরছটি এলাকার তারেক হাজি মৎস্য খামারের পানিতে ডালিমের ভাসমান লাশ দেখেন এক পথচারী। এই সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকার মানুষ মৎস্য খামারের ভীড় জমায় এবং খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ’র নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করেন। এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের সাথে আলাপকালে তিনি জানান, নিহত ডালিমের গলায় দড়ি পেচানো ছিল, প্রাথমিক আলামতে মনে হচ্ছে কেই তাকে হত্যা করে মৎস্য খামারে ফেলে যায়। জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক ডালিমের স্ত্রী, শশুর ও শালাকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।