বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)অভিযান চালিয়ে সোমবার ৭ মার্চ রাতে ২শ বোতল ফেনসিডিল সহ সোহাগ হোসেন (২৫)নামে একজনকে
আটক করেছে।ডিবি যশোরের এসআই (নিঃ) শফি আহমেদ রিয়েল, এএসআই (নিঃ) শফিউল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের বটতলা জামে মসজিদের পশ্চিম পাশে জটনীর বাগানে জনৈক জয়নালের বাঁশবাগান থেকে দুশ বোতল ফেনসিডিল সহ সোহাগ কে আটক করে।আটককৃত আসামি সোহাগ দৌলতপুর গ্রামের শাহ আলমের ছেলে।
এ সংক্রান্তে এসআই (নিঃ) শফি আহমেদ রিয়েল বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন।