নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে এবং কুড়িগ্রামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ঈশ্বরগঞ্জের স্থানীয়রা জানায় ‘শিশু দুটির মামা মাহবুব মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।
দুপুরে আশপাশে কেউ না থাকায় দুই ভাগ্নিকে দা দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে মাহবুব। এ সময় আরেক ভাগিনাকেও দা দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় মাহবুবকে আটক করেছে পুলিশ। নিহত সাইমা আক্তার ও তৃপ্তি আক্তার সম্পর্কে খালাতো বোন।
কুড়িগ্রাম পৌরসভার পুরাতন রেল ষ্টেশন এলাকার হরিজন পল্লিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। বরপক্ষকে বিদায়ের আনুষ্ঠানিকতায় দু’পক্ষের কয়েকজন মদ খেয়ে নাচ গান করছিলো। এ সময় একজনের গায়ে ধাক্কা লাগলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে, সংঘর্ষে বরের ছোট ভাইসহ ৩ জন আহত হন। পরে বিয়ে বাড়ির লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর কিছুক্ষণ পর বিয়ের বাড়ির কাছে বরপক্ষের কয়েকজন অবস্থান নেয়। এসময় অতর্কিত এক যুবক কিশোর রাহুল বাসফোরকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।