শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ের পাশ্বে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে আফ্রিন বেডিং ষ্টোরের তুলার গোডাউন। সোমবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আফ্রিন বেডিং ষ্টোরের মালিক আবদুল আজীজ জানান,সন্ধ্যা সাড়ে সাতটায় নামাজের প্রস্তুতির সময় তিনি তার তুলার গোডাউনে আগুন লক্ষ্য করেন। সাথে সাথে আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং মুহূর্তের মধ্যে তা সমস্ত গোডাউনে ছড়িয়ে পড়ে।
মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের মালিক বলেন প্রায় সাত লাখ টাকার তুলা ও অন্যান্য বেডিং সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন,তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।