নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে চোরাই গরুর মাংস দিয়ে বিয়ের আয়োজনে করে বৈরাতীদের আপ্যায়ন নিয়ে এলাকায় চাঞ্চল্যকর’ অবস্থা। শুক্রবার (৪ মার্চ) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দেবউত্তর গ্রামের ফয়জুল হক উর্ফে রফু মিয়ার বাড়িতে এ বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে গরুর মালিক উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশিদ গ্রামের মৃত. রকিব আলীর ছেলে মাহতাব উদ্দিন বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (৩ মার্চ) বৃহস্পতিবার আমলশিদ গ্রামের রকিব আলীর গোয়াল ঘর থেকে রাত অনুমান ১১টা থেকে ৩টার মধ্যে যেকোনো এক সময় প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি নেরা লাল রঙের বলদ গরু দেবউত্তর গ্রামের আব্দুল খালিক উর্ফে কালু মিয়ার ছেলে আকসার আহমদ (৩০) ও মৃত আকদ্দস আলীর ছেলে মন্তজীর আলী (৪২) চুরি করে নিয়ে তাদের চাচাতো বোনের বিয়েতে জবাই করেন।
উদ্ধারকৃত গরুর চামড়া
রকিব আলী বলেন, চুরি হওয়ার পর থেকে জকিগঞ্জ কানাইঘাট উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে কসাই এর মাধ্যমে আমার গরুর বর্ণনামতে চামড়া উদ্ধার করি। এবং জানতে পারি পরদিন শুক্রবার দেবউত্তর গ্রামের ফয়জুল হক উর্ফে রফু মিয়ার মেয়ে বিয়েতে জবাই করা হয়। এরপর স্থানীয়