মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
শ্রীপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন; পোস্টারে ছেয়ে গেছে উপজেলা
প্রায় একযুগ পর আগামীকাল ৮ মার্চ অনুষ্ঠিত হবে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘীরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। সভাপতি পদে অনেকের নাম শোনা গেলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে রয়েছে ধোঁয়াশা। শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘীরে স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের মধ্যে উৎফুল্ল ও প্রানচাঞ্চল্যের আগ্রহ ও ব্যাপক উদ্দীপনা নিয়ে চলছে প্রস্তুত আজ মঙ্গলবার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান শাখা সড়কগুলোতে ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছে।
পক্ষপাতিত্ব নয় দলের নিবেদিত নেতাদের নিয়েই কমিটি গঠনের অনুরোধ দলীয় নেতাকর্মীদের।
শ্রীপুর উপজেলা আ.লীগের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির হিমু বলেন, ‘আমি যদি সভাপতির দায়িত্ব পাই, তাহলে আমি আমার সবটুকু দিয়ে জনসাধারণের জন্য কাজ করবো। পাঁচ বারের নির্বাচিত আ.লীগ মনোনিত শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান সভাপতি প্রার্থী। তিনি উপজেলা আ.লীগ পরিবারের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটি প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করবে বলে আশাবাদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। তিনি বলেন, নতুন যে কমিটি আসবে, ‘আমি মনে করি সে কমিটি হবে জনগণ মুখি। যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার যে দেশ সেই বাংলাদেশে উনার সারথি হবে। ৩৬৫ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবে নবগঠিত এই কমিটি।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেলহক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগের সম্পাদক মন্ডলীর সদস্য লেঃ কর্ণেল মুহাম্মদ ফারুক খান এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি, বাংলাদেশ আ:লীগের সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, সিমিন হোসেন রিমি এমপি, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক মো.হুমায়ুন কবির হিমু।