কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইসলামপুর গ্রামের ছদ্মনাম রেশমা বাদী হয়ে দৌলতপুর থানায় তার ডিভোর্স প্রাপ্ত স্বামী রাজশাহী বাগমারা থানার রানীগঞ্জ গ্রামের আব্দুল ওয়াহিদ এর পুত্র ইফতেখার জয়ের নামে একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করে। গতকাল এই মামলায় সিআইডি কুষ্টিয়া সাদ্দাম বাজার মোড় থেকে পলাতক আসামী ইফতেখার জয় কে আটক করতে কম হয়।
এ ব্যাপারে সিআইডির কর্মকর্তা ওসি গৌতম কুমার বলেন, গত ২০/১২/২০২১ তারিখে দৌলতপুর থানায় বাদী একটি মামলা করে।
এজাহার সূত্রে জানা যায়, তাদের বৈবাহিক সম্পর্ক থাকা কালে অজ্ঞাত স্থির ও ভিডিওচিত্র ধারণ করে , বাঁদিকে বিভিন্নভাবে ইফতেখার জয় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করে আসছে এ ব্যাপারে ইতিপূর্বেও দৌলতপুর থানায় বাদী আরেকটি মামলা করেছিল যা কুষ্টিয়া কোর্টে বিচারাধীন রয়েছে । আসামি জামিনে বেরিয়ে পুনরায় বাঁদিকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করতে থাকলে দৌলতপুর থানায় পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা দায়ের করে বাদী। আসামি ইফতেখার জয়কে এই মামলায় আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।