শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রীকে নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ত্রীমোহনী বিডি ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে। নির্যাতিত ছাত্রী স্কুলের ৮ম শেণীতে পড়ে।
নির্যাতিত ছাত্রী জানান, স্কুলের ইংরেজী শিক্ষক মাহবুব আলম আমাকে নিয়ে একটি ব্যাঙ্গ কবিতা বানিয়েছে। ওই শিক্ষক স্কুলে বিভিন্ন সময় আমাকে সামনে পেলেই ওই কবিতা পড়েন। এটি শুনে সহপাঠিরাও ওই কবিতা পড়ে তাকে বিরক্ত করে।
বৃহপতিবার বেলা পৌনে একটার দিকে কয়েকজন সহপাঠি ছেলে আমাকে দেখে ব্যাঙ্গ করে সেই কবিতা পড়ছিলো। এসময় আমি তাদের বারণ করি কিন্তু তারা আমার বারণ শুনেনি। তানিয়ে আমার সাথে কথা কাটা কাটি করে।
বিষয়টি জেনে স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষ মোঃ আল আমীন আমাকে স্কুলের অফিসের সামনের বারান্দায় ডেকে নিয়ে হাতে পিঠে উরুতে অমানবিক ভাবে বেত্রাঘাত করেন। তখন আমি কাঁদতে কাঁদতে স্কুল থেকে বের হয়ে আসি।
ছাত্রীর বাবা মোঃ মুরতোজ আলী সরকার বলেন, আমি
এ সময় রাস্তার পাশে একটি দোকানে বসে ছিলাম। তখন আমি দেখতে পাই আমার মেয়ে ঠিক মতো হাঁটতে পারছেনা। অতি কষ্টে সামনের দিকে পা ফেলছে। আমি দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরি। মেয়ের মুখে শুনতে পাই শিক্ষকের নির্মম নির্যাতনের কথা।
তিনি অভিযোগ করে বলেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল আমীন আমার মেয়েকে চরম ভাবে নির্যাতন করেছে। তার বাম হাতে, পিঠে,উরুতে বেধরক লাঠিপেটা করেছেন। আমার মেয়ে হাত পা নাড়াতে পারছেনা। আমি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের নিকট আমার মেয়েকে মারপিটের বিষয়ে জানতে চাইলে তিনি আমার সাথে খারাপ আচরণ করেন।
অভিযোক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলআমীন মারপিটের কথা অস্বীকার করে বলেন, তিনি ওই ছাত্রীকে মাত্র দুটি বেত্রাঘাত করেছেন। ওই ছাত্রীর শরীরে এতো আঘাত কোথাথেকে এলো জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ লৎফুর রহমান বলেন, ছাত্র ছাত্রীরা দুষ্টমি করে ছিলো। প্রধান শিক্ষক সামান্য শাসন করেছেন। তিনি বিষয়টি স্থানীয় ভাবে দেখবেন।