ডেস্ক রিপোর্ট:
বঙ্গবন্ধু সাফারি পার্কের ১১ জেব্রার মৃত্যুর ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুরের বিরুদ্ধে থানায় মামলা
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত জানুয়ারী থেকে পর্যায়ক্রমে বিগত এক মাসে ওই পার্কের ১১টি জেব্রা, ১টি বাঘ ও একটি সিংহী মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে সাবেক সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান এর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে সাফারি পার্কে বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে ১১ টি জেব্রার মৃত্যুর জন্য দায়ী করে তার বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি মামলা রজু করেন।
মামলা নং ১৯/২২। এতে ক্ষতির পরিমান উল্লেখ করে জেব্রা প্রতি ১০ লক্ষ টাকা মোট ১১টি জেব্রা যার মূল্যমান টাকা ১কোটি ১০ লক্ষ টাকার দায় লিখা রয়েছে এজাহারে। ঘটনা সুএে জানাযায়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রানীর মৃত্যুর ঘটনায় প্রাণীগুলোর কি কারনে মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করার জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এবং এর সাথে জরিতদের আইনের আওতায় আনা হয় বলে জানান । এদিকে গত ১২ জানুয়ারি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ (এমপি) পার্ক পরিদর্শনে যান।
এসময় মৃত প্রাণীগুলোর সন্ধান নিতে গেলে বেরিয়ে আসে ১১টি জেব্রার মৃত্যুর পাশাপাশি একটি পুরুষ বাঘের মৃত্যুর তথ্য। পরিদর্শন শেষে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেন, তার ধারণা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে এই নিরিহ প্রাণীগুলোকে । দোষী ব্যক্তিদের শাস্তি দাবিও করেছেন গাজীপুর- ৩ আসনের মাননীয় সাংসদ জননেতা ইকবাল হোসেন সবুজ। সাফারি পার্কে একের পর এক প্রাণী মারা যাওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও ভেটেরিনারি চিকিৎসক ডা.হাতেম সাজ্জাদ জুলকারনাইন কে প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেন বন অধিদপ্তরের অর্থ ও প্রশাসন বিভাগের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ।