মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নংগাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক মাদবর লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, শুধু তাই নয়, প্রতিশ্রুতি দিয়েছেন তার ইউনিয়নের চুরি, ডাকাতি, ঘুষ, জুয়া ও মাদকমুক্ত করবে।
গাজীপুর ইউনিয়নের জনগণের দেয়া বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত। তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সফলভাবে সম্পাদন করে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। জনসেবা প্রদানের মাধ্যমে এলাকায় সফল ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে নিজেকে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন অল্প কয়েকদিনে।
ইউনিয়ন ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারম্যান সিরাজুল হক মাদবর দৈনিক সময়ের কাগজকে বলেন, গাজীপুর ইউনিয়নে বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি থাকবেনা জঙ্গীবাদ। ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধা পাবে সর্বসাধারণ। এর আগে ( ১২ মার্চ) দুপুরের দিকে গাজীপুর ইউনিয়নে গরু চোর ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। আগামী সপ্তাহে মাদক মুক্ত ইউনিয়ন গড়তে মাইকিং করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান সিরাজুল হক মাদবর।