গাজীপুর জেলা প্রতিনিধি:
পুলিশ সুপার গাজীপুর জনাব এস এম শফিউল্লাহ, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম (অপস) জনাব মোহাম্মদ ছনোয়ার হোসেন পিপিএম(বার) এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আমির হোসেন এর নেতৃত্বে এসআই মো: শহিদুল ইসলাম মোল্লা, এসআই মো: মিজানুর রহমান, এএসআই মো: কামাল হোসেন, কং/১৩৭৫ মো: জাহাঙ্গীর আলম, কং/১৯১০ মো: আজাহারুল ইসলাম, নারী কং/১৪৯১ আছমাউল হোছনাদের অংশগ্রহনে মাদক সম্রাট ১।মো: ফারুক শেখ(৩৫), পিং ইদ্রিস শেখ, সাং তেবাড়িয়া মধ্যপাড়া (নাদের চেয়ারম্যান এর বাড়ীর পাশে), থানা ও জেলা নাটোর এ/পি সাং বিলাশপুর উকিল বাড়ী, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর, ২। মো: নাঈম হোসেন(২৯), পিং আবুল কাশেম, সাং সোরল, থানা পুবাইল, জিএমপি গাজীপুর, ৩। মোসা: বৃষ্টি আক্তার(২০), পিং মো: আবু বকর সিদ্দিক, (স্বামী মো: হৃদয়, শ্বশুর মো: আনোয়ার হোসেন, সাং বাইশখাইল, থানা ভুয়াপুর, জেলা টাংগাইল), সাং রানিগাও, থানা কলমাকান্দা, জেলা নেত্রকোনা এ/পি মৌচাক জামতলা সোহাগের বাড়ীর ভাড়াটিয়া, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুরদের ৭ কেজি গাজা এবং ৫০০ গ্রাম হেরোইনসহ গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন বাসষ্ট্যান্ডের তাজউদ্দিন চত্তর এর দক্ষিন পাশ থেকে গ্রেফতারপূর্বক আসামীদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদক আইমে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।