শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী ডিগ্রি কলেজ মাঠে শীতল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়, উক্ত খেলায় অংশ গ্রহন করেন কায়েতপাড়া স্বপ্ন কুঁড়ি ক্রিয়া সংঘ বনাম ভাংনাহাটি ইয়ং ক্লাব উক্ত খেলায় কায়েতপাড়া স্বপ্ন কুঁড়ি সংঘ চার উইকেটে জয়লাভ করে, খেলায় প্রধান অতিথি হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবলীগ নেতা, খেলার শুভ উদ্ভন করেন মোঃমাসুদ প্রদান কাউন্সিলর শ্রীপুর পৌরসভা( ২)দুই নং ওয়াড, সভাপতিত্ব করেন এসানুল হক বনি, উক্ত খেলার টসে জিতে ভাংনাহাটি ইয়ং ক্লাব বেটিং করে পরবতীতে শ্বপ্ন কুড়ি ক্রীড়া সংঘ জবাবে বটিং করে(৪) চার উক্রেডে জয়ী হয়, সেরা ফিলডার মোঃ কবির হাছান তাছাড়া আরো উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, সবুজ, আবদুল্লাহ প্রমুক।