সিলেট প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতি ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ছদ্মবেশে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এনজিও কর্মী সেজে দুটি মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাবিবুর রহমান উর্ফে গেদা’কে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।
জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনা কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল এর তত্ত্বাবধানে এএসআই রাজীব রায় এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটেরতল হাওর এলাকা থেকে হাবিবুর রহমান উর্ফে গেদাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পলাতক আসামী হাবিবুর রহমান উর্ফে গেদা (৪২) উপজেলার বটেরতল গ্রামের রইছ আলীর ছেলে।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম নজরুল জানান, সে পৃথক দুটি ডাকাতি ও অস্ত্র মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতার এড়াতে হাবিবুর রহমান গেদা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনা অনুযায়ী কোম্পানীগঞ্জ থানা পুলিশ সদস্যরা ছদ্মবেশে এনজিও কর্মী সেজে আজ তাকে গ্রেফাতার করতে সক্ষম হয়েছে।
সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।