পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে প্রতিবন্ধী শিশু (১০) ধর্ষনের অভিযোগে মো. জুয়েল শেখ (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক পৌর শহরের ৬নম্বর ওয়ার্ডের হুরের হাওলা এলাকার মালেক শেখের বাড়িতে ভাড়া থাকেন। তিনি ওই এলাকার মৃত কাঞ্চন আল শেখের ছেলে।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে গত শনিবার (১২ মার্চ) রাতে থানায় মামলা দায়ের করেছেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, ও প্রতিবন্ধী শিশু ধর্ষনের অভিযোগে তার মা’র দেয়া মামলায় ওই যুবককে শনিবার রাত ১২টার দিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ওই প্রতিবন্ধী শিশুটির বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কচুবুনিয়া গ্রামে। তার পিতা মৃত্যু হওয়ায় মা জীবিকার সন্ধ্যানে ওই শিশুটি নিয়ে পিরোজপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হুরের হাওলা এলাকায় একটি বাড়িতে ভাড়ায় থাকেন।
দায়ের হওয়া মামলা ও ভুক্তভোগীর দেয়া তথ্য অনুযায়ী সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ধর্ষিতা শিশুটির মা অন্যের বাড়িতে কাজে যান। এ সময় ওই শিশুটি গোসল করতে যাওয়ার সময় ওই ধর্ষক তাকে মুখ চেপে ধরে তার ভাড়া করা নিজের কক্ষে নিয়ে জোর করে ধর্ষন করে রক্তাক্ত করে। ধর্ষিতার মা সন্ধ্যায় কাজ থেকে ফিরে শিশুটিকে নিজ ঘরে রক্তাক্ত অবস্থায় দেখে বিষয়টি জানতে পারেন।