রাজশাহী প্রতিনিধি:
চারঘাটের ইউসুফপুর কান্দিপাড়া এলাকার শীর্ষ মাদক কারবারি মান্নান (২৪) র্যাবের হাতে গ্রেফতার। রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সরকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মান্নানকে ৫২০ পিচ ইয়াবা ও একটি হাসুয়াসহ গ্রেফতার করেছে র্যাব-৫। অভিযানটি পরিচালনা করেন র্যাব-৫ এর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান। মাদক কারবারি মান্নান চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া এলাকার মোঃ আয়নুল হকের ছেলে। র্যাব-৫ জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে চারঘাট থানাধীন সরকার পাড়া জাব্বারের মাছের আড়তের সামনে হতে অপারেশন পরিচালনা করে ৫২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি হাসুয়াসহ তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই মাদক কারবারি দীর্ঘদিন হতে এই ব্যবসার সাথে জড়িত এবং বড় বড় মাদক গডফাদারদের সাথে তার সু-সম্পর্ক রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো। এছাড়াও চারঘাট থানা পুলিশের সাথে সু-সম্পর্ক রেখে মাদক ব্যবসা করে অল্পদিনে টাকার মালিক বুনে গেছে, যাকে বলে আগুল ফুলে কলাগাছ বলে এলাকাবাসী জানান। তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে র্যাব-৫ তা নিশ্চিত করেছেন।