শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন কৃষক লীগের উদ্বোগে সোমবার ( জৈনা বাজার )হান্নান সুপার মার্কেটে সন্ধ্যা ৮ টার দিকে শ্রীপুরের শান্তী কন্য অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপির জন্মদিন পালন করেন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা কৃষক লীগের যুগ্ন আহব্বায়ক ও ২নং গাজীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আক্রাম হোসেন কাজল,
মো . রকিবুল হাসান লিটন এর সঞ্চালনায়
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাএনেতা বাংলাদেশ কৃষক লীগের শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. জয়নাল আবেদীন রানা।
বক্তব্য রাখেন মো.আয়নাল হাসান সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা কৃষক লীগ, সদস্য সচিব শ্রীপুর উপজেলা কৃষক লীগ , মো. সাইফুল কবির সভাপতি শ্রীপুর পৌর কৃষক লীগ
, মো.মেহেদীহাসান সৈওকত সভাপতি মাওনা ইউনিয়ন কৃষক লীগ,
মো .কামাল পারভেজ সভাপতি কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগ,
মো .শহিদুল ইসলাম শহিদ সভাপতি তেলিহাটি ইউনিয়ন কৃষক লীগ,
আলহাজ্ব মো.হান্নান আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা কৃষক লীগ আলহাজ্ব হেলাল উদ্দিন সাধারন সম্পাদক তেলিহাটি ইউনিয়ন কৃষক লীগ মো.আব্দুর রউফ প্রধান সাধারন সম্পাদক কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগ
এসময় উপস্হিত ছিলেন জেলা, উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়াডের শত শত কৃষক লীগ এর নেত্রী বৃন্দ
বক্তারা বলেন গাজীপুর ইউনিয়ন কৃষক লীগ শ্রীপুরের গন মনুষের নেতা বাংলাদেশ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীপুরের শান্তী কন্য এশুভ জন্মদিনে পালনের মধ্য দিয়ে আমরা উপস্হিত সকলেই দেশ রত্ন জননেএী কৃষক রত্ন মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাছিনার উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আমরা মাননীয় সাংসদ কৃষক নেএী টুসি আাপার নেএীত্বে শ্রীপুরের কৃষক লীগ এক জোট হয়ে কাজ করবো জননেএী সেখ হাছিনার হাতকে শক্তীশালী করে তোলবো। পরবতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের জন্য, বীর শহিদদের জন্য প্রয়াত গাজীপুরের কিংবদন্তী নেতা আলহাজ্ব মো. এড,রহমত আলীর জন্য দোয়া ও মোনাজাত শেষে আনন্দ গন পরিবেশে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।