শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে লবলং খাল সহ সকল খাল,নদী জলাশয় দখল দূষণ মুক্ত করার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন তালিমুসসুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে “বর্জ্যের অব্যবস্থাপনায়ই নদী দূষণ রোধের প্রধান অন্তরায়” শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী । অনুষ্ঠানে বক্তারা লবলং সহ বিভিন্ন জলাশয়ের দূষণ নিয়ে আলোচনা করেন। আলোচনায় জলাশয় দূষণ নিয়ে ভাবনা এবং কিভাবে দখল ও দূষণ থেকে খাল গুলোকে বাঁচানো যায় সে বিষয়গুলো ।
অনুষ্ঠানে নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ফজর আলী, কবি ও কথা সাহিত্যিক শাহান সাহাবুদ্দিন, সমাজকর্মী ফিরোজ মিয়া পিয়ার আলী কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আহম্মাদুল কবীর খোকন।এছাড়া মুক্তিযোদ্ধা কলেজের সহকারি অধ্যাপক এমদাদুল হক, সহকারি অধ্যাপক কামরুজ্জামান প্রমুখ।