সাহাবুদ্দিন মৌলভীবাজার
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির অন্তর্ভুক্ত মডেল বাজার নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় ঐ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাতনামা চালক কর্তৃক মহাসড়কে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টা-ট: ১৫-২৬৭৭) দ্রæত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া ওভারটেক করার সময় ঢাকা অভিমুখী মোটরসাইকেল (ঢাকা মেট্টো-হ: ৫২-১৭৯২) ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নবীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের কেলেশ উল্ল্যার পুত্র মো. দিলদার মিয়া (২৫), একই এলাকার বাহার উদ্দিনের পুত্র সালমান আহমেদ (২৪) ও উপজেলার পিটুয়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র মুজিব মিয়া (২৮) গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীদের সহায়তায় আহতদের আশঙ্কাজন অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। এতে সিলেট কমিউনিটি বেইজড হসপিটালে চিকিৎসাধাীন অবস্থায় ভোড় ৫টায় আহত সালমান আহমেদ মৃত্যুবরণ করেন।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।