ভালুকায় ছাত্রলীগের উদ্যোগে জাতির জনকের জন্মদিন পালন
আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু উপলক্ষে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করে, উপজেলা ছাত্র লীগ।
দিনের শুরুতে সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১ টায় ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন রক্ত দান করেন, পরে অন্যান্য ছাত্র নেতারা রক্ত দান করেন।
বাদ যোহর মেজর ভিটা জামে মসজিদে মিলাদ ও জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, পরে পথ শিশুদের মাঝে খাবার দেওয়া হয়।
বিকাল ৫ টায় কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শেষ করেন উপজেলা ছাত্র লীগ। এসময় উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, যুগ্নসম্পাদক উমর হায়াত খান নঈম,সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহাম্মেদ ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার, ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ পারভেজ সহ ছাত্র লীগের নেতাকর্মীরা।
একান্ত সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে আমাদের কাজ করতে হবে সবসময় এটাই হোক পিতার জন্মদিনের অঙ্গীকার।