নিজস্ব প্রতিবেদক:
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নিম্ন আয়ের মোট ১৫ হাজার ৪৫৩ মানুষ পাবে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য। রোববার (২০ মার্চ) সকালে ২ টি ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করা হবে। উপজেলার ২০ টি পয়েন্টে ওই বিক্রয় কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত।
শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। এরই অংশ হিসেবে ২০ টি ডিলারের মাধ্যমে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে ২০ টি পয়েন্টে মোট ১৫ হাজার ৪৫৩ মানুষ ওই পণ্য কিনতে পারবেন।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ৫৫ টাকা কেজি হিসাবে ২ কেজি চিনি, ৬৫ টাকা হিসাবে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা লিটার হিসাবে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন কার্ডধারী প্রত্যেক উপকারভোগী। আর রমজান মাসের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ে ওই পণ্যর সঙ্গে ৩০ টাকা কেজি হিসাবে ২ কেজি পিঁয়াজ, ৫০ টাকা কেজি হিসাবে ২ কেজি ছোলা ও ৮০ টাকা কেজি হিসাবে ২ কেজি খেজুর কিনতে পারবেন উপকারভোগীরা।
এসময় এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপকারভোগীদের ওই পণ্য কিনতে ইতিমধ্যেই কার্ড দেওয়া হয়েছে। টিসিবির ওই পণ্য সুষ্ঠুভাবে বিক্রির জন্য ইউনিয়ন পর্যায়ে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাতিজা আক্তার, সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ-সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।