গাজীপুর প্রতিনিধিঃ
১৯ মার্চ থেকে পুরো গাজীপুরের নদ-নদীর দখল, দূষণ এবং জীব বৈচিত্রের জরিপ শুরু হল আজ । যা প্রকাশিত হবে স্টেট অব এনভায়রনমেন্ট, গাজীপুর নামে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে ও রিভার এ্যান্ড ডেল্টা রিসার্স সেন্টারের টেকনিক্যাল সাপোর্ট এবং গবেষনার ক্ষেত্র তৈরীতে লবলং খালের সার্ভে বা জরিপ করার মাধ্যমে এই সার্ভেটি শুরু হল । পুরো আয়োজনটি শ্রীপুর নদী পরিব্রাজক দলের সদস্যদের সম্পৃক্তায় সম্পন্ন হল । সহযোগিতায় ছিলো গাজীপুর সদর উপজেলা নদী পরিব্রাজক দল । সার্বিক তত্বাবধান করছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল ।
লবলং খালের শুরুর স্থান থেকে একেবারে মির্জাপুরে লবলং খাল পতিত হওয়ার স্থান পর্যন্ত যতগুলো পয়েন্টে দখল ও দূষণ হয়েছে সবগুলো পয়েন্টে গিয়ে এই জরিপটি চালানো হচ্ছে ।
রিভার এ্যান্ড ডেল্টা রেসার্স সেন্টারের টিম মেম্বার হিসেবে দুজন টেকন্যিালে এক্সপার্ট সারাদিন ধরে এই খালের বিভিন্ন পয়েন্টে তাদের স্যাম্পল, ছবি ও ডকুমেন্ট সংগ্রহ করেছেন। এসময় সাথে ছিলেন নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি, কলাম লেখক সাঈদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও মেহেদী হাসান রনী ।
এ বিষয়ে সাঈদ চৌধুরী বলেন, আমরা লবলং খালের পূর্বাবস্থায় ফেরানোর জন্য কাজ অব্যহত রেখেছি । অনেকগুলো পয়েন্ট ঘুরলাম, নতুন অনেক দূষক ও দূষণের কারণ চিহ্নিত করা হয়েছে সাথে যারা দখল করছে তাদেরও একটি ডাটা তৈরী করছি । আমরা সরকারের সাথে কাজ করতে চাই । নদী বাঁচাতে হবে এটাই শেষ কথা । লবলং আমাদের অস্তিত্ব ।
বিকেলে শালদহ নদী জরিপের সময় যুক্ত হন গাজীপুর সদর উপজেলার নদী পরিব্রাজক দলের সভাপতি কে এম জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাগর ও প্রকৌশলী নূর আলম ।