নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে একটি পিস্তল একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি সহ ভান্ডারিয়া থেকে রাজিব (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। রাজিব বরগুনা জেলার আমতলী উপজেলার মোশারেফ এর পুত্র।
রাজিবের বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুইটি মাদক একটি নারি শিশু ও চারটি গুরুতর জখম সহ হত্যা চেষ্টা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবি পুলিশের উপ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জসিম জানান, ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামে আমাদের একটি অভিযান ছিল। অভিযান শেষে ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান বাড়ী সংলগ্ন জোড়া খালের ব্রিজের উপর আমাদের দেখতে পেয়ে রাজিব দৌড়ে পালানোর চেষ্ঠা করলে আমাদের সন্দেহ হয়। পরে তাকে আটকের পর তল্লাশি করে তার সাথে একটি পিস্তল একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পিরোজপুর ডিবি পুলিশ পরিদর্শক মো. জাকারিয়া জানান, জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে অস্র আইনে ভান্ডারিয়া থানায় মামলা করেন।