বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১ কেজি ৫শ” গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২১ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
ডুবপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে
তালেব মোড়ল (৫৮) ও ৪ নং ঘিবা উত্তর পাড়ার লুৎফর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৩১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলার উপপরিদর্শক সৈয়দ নুর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫শ” গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।