শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের (পাগলা বাড়ি সংলগ্ন) বাসিন্দা রাজিয়া। স্বামী নাই, একমাত্র কন্যা সন্তানকে নিয়ে সেলাইয়ের কাজ করে কোনরকম দিনাতিপাত করে আসছেন। ইতিমধ্যে মেয়েটিকে বিয়ে দিয়েছেন। বাবাও মারা গেছেন।
বাবার ভিটা ও ভাইয়ের কাছ থেকে একখণ্ড জমি কিনে ঠুপরি ঘরে একাকি বসবাস করছেন। বাবা মারা যাওয়ার পর থেকে এই জমির উপর নজর পড়ে আশেপাশের কিছু দুষ্কৃতকারীদের। তারা রাজিয়াকে বসতবাড়ি ছাড়া করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। কিছুদিন আগে ঘরবাড়ি ভাংচুর করার পর রাজিয়ার আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এবং একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি দেখতে পেয়ে এলাকার গণ্যমাণ্য লোকজন, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াশিম, এলাকার সমাজ সেবক নাসিম মোড়ল ও সাংবাদিক আলফাজ সরকার অসহায় রাজিয়ার পাশে দাঁড়ায়। তাদের সহযোগীতায় রাজিয়া ফিরে পেয়েছে তার বসতবাড়ি।
গতকাল রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় বসত ভিটা ফিরে পেয়ে রাজিয়া আনন্দচিত্তে চুলায় রান্না করছে। যাদের সহযোগীতায় তিনি বসত বাড়ি ফিরে পেয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাজিয়া সবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।