শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের গজারী গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুরের রেঞ্জ ও বিট অফিসের অধীনে গাজিয়ারন গ্রামে রোববার বিকেলে সরেজমিনে গিয়ে গজারি গাছ কাটার আলামত দেখতে পাওয়া যায়।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিয়াড়ন গ্রামে রয়েছে এক গজারির বন। একটি কুচক্রী মহল গজারি গাছ কেটে সেখানে রাস্তা নির্মাণ করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে আরো জানা যায়,বনবিভাগের লোকজনের যোগসাজশে বিভিন্ন অপকর্ম করে আসছে এলাকার কিছু অসাধু ব্যক্তি। এভাবে গজারী গাছ কাটা হলে শিগগিরিই শ্রীপুরের গজারি বনগুলো উজার হয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মির বজলুর রহমান বলেন, গাছ কাটার খবরটি জানতে পেয়ে কাটা গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।