মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেনকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। শ্রীপুরের আইন শৃংখলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার কাজের স্বীকৃতি স্বরুপ তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়। আজ বুধবার (২৩ মার্চ) সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের র্কাযালয় থেকে তিনি ক্রেস্ট, উপহার ও সনদ গ্রহণ করেন। উল্লেখ্য গাজীপুরের শ্রীপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে খোন্দকার ইমাম হোসেন গত ২০২০ সালের ৩০ জুন যোগদান করেন।
তিনি উপজেলার আইন শৃঙ্খলার উন্নতি, দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য ও চোরাই গাড়ি উদ্ধারসহ জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তাকে ক্রেস্ট, উপহার ও সনদ প্রদান করেন। খোন্দকার ইমাম হোসেনকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় তিনি পুলিশ মহা পরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি,গাজীপুর পুলিশ সুপারসহ তার থানার সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।