গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বাজারে ৪টি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত কতৃক আড়াই লক্ষ টাকা অর্থদন্ড ও চার দোকানের মালিক কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বুধবার (২৩ মার্চ) দুপুরে হেডকোয়াটার র্যাব -১ ফোর্সেস নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ , বিএসটিআই এর প্রসিকিউটর ইনজামামুল হক ও মনির হোসেন এবং গাজীপুর র্যাব -১ এর উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয় ।
ভ্রাম্যমাণ আদালত মিষ্টির দোকান গুলোতে পচা বাসি মিষ্টি ও দই এবং ওজনে কম দেওয়ার অপরাধে ৪টি মিষ্টির দোকান কে অর্থদণ্ড দেন।
মিষ্টির দোকান গুলো হলো, স্বপন মিষ্টান্ন ভান্ডার কে ১ লক্ষ টাকা, শীতল মিষ্টান্ন ভান্ডার কে ৫০ হাজার, আনন্দ মিষ্টান্ন ভান্ডার কে ৫০ হাজার এবং নরেশ মিষ্টান্ন ভান্ডার কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।
এছাড়া ৪টি মিষ্টির দোকানের মালিক কে ওজন ও পরিমাপ মানদন্ড বিএসটিআই আইন ২০১৮ এর ২৪ (১),৩২ (১) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।