গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া সংলগ্ন বিমান বাহিনী গেইট এলাকায় শালবনের ভিতর থেকে এক অজ্ঞাত যুবকের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার দুপুরে সদর উপজেলার হোতাপাড়ায় এক ঘনবন থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে বন বিলাস হোটেলের কয়েকশো গজ পূর্বে শালবনের ভেতরে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে আছে দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, মরদেহটি পোড়া ও শরীরের অনেকাংশে পচন ধরে গেছে।
তিনি আরও বলেন, এই হত্যাকান্ডের সাথে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তির ব্যবস্তা করবেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।