নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদরে র্যাব পরিচয় দিয়ে ডাকাতি ও লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, আল-আমিন ওরফে মনির হোসেন,হেমায়েত হোসেন ইমন ওরফে হিমু, শহীদ হাওলাদার, শাহজাহান সাজু,হাবিবুর রহমান, আল আমিন ও মিতু আক্তার।
সকালে গাজীপুর পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোঃ ইলতুৎ মিশ।
তিনি আরো জানান, গত ২১ শে মার্চ গভীর রাতে সদরের কুনিয়া পশ্চিম পাড়া এলাকায় একটি মার্কেটের সিকিউরিটি গার্ডকে জিম্মি করে অজ্ঞাত ১০ জন লোক নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে দোকানে তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার সিগারেট ডাকাতি করে এই চক্রটি।
এই ডাকাতির ঘটনায় আকতার হোসেন নামের এক ব্যবসায়ী বাদী হয়ে গাছা থানায় একটি অভিযোগ করলে সিসি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত টাকা, পিকআপ ও সিগারেট উদ্ধার ও ডাকাত দলের ৭ সদস্য কে আটক করা হয়।
এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।