শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পৌর এলাকার বৈরাগীচালা গ্রামের মৃত শাফিজ উদ্দিনের ছেলে আব্দুল আউয়াল বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, শ্রীপুর মৌজার ৭৭৭৩ দাগে আব্দুল আউয়াল তার পৈত্রিক সুত্রে মালিক ৭০ ধরে ওই জমিতে ঘর তুলে বসবাস করে আসছেন । তাই নতুন করে আরও কিছু ঘর নির্মান করতে গেলে অন্যায় ভাবে তারই সহোদর বাবুল হোসেন,আবুল হোসেন ও আফজাল হোসেন ভাড়া করা লোকজন নিয়ে এসে হামলা চালায়।
আব্দুল আউয়াল জানান, আদালতের মামলা নং ১৯/২০-এর রায় পাওয়ার পর আমি ওই জমিতে কাজ শুরু করি। এসময় বানিয়ারচালার সঙ্গবদ্ধ অজ্ঞাত নামা লোকজন নিয়ে তারা লোহার রড হকিস্টিক লাঠি-সোটা নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়। এসময় বাসায় অনধিকার প্রবেশ করে আমার ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর করে ব্যাংক থেকে বাড়ী নির্মানের ২লাখ টাকাসহ ৭ভরি স্বর্ণ যার মুল্য ৫লাখ ২৫ হাজার টাকা নিয়া যায়। বাঁধা দিতে গেলে বড় ভাইকে পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার বিষয়ে অস্বীকার করে অভিযুক্তদের একজন আফজাল হোসেন বলেন, ওয়ারিশ সম্পদ যার যার অংশ বুঝিয়ে দেওয়ার পর ঘরের কাজ করতে দেওয়া হবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই কামরুল ইসলাম বলেন, হামলার আলামত পাওয়া গেছে। উভয়পক্ষকেই শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, হামলার ঘটনার অবগত হয়ে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি ব্যক্তির খুঁজ খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।