গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের বাসন থানাধীন ভাওয়াল কলেজ রোডে থেকে ৬টিগরু ও দেশীয় অস্ত্রসহ ২ গরুচোর কে আটক করে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) রাত আড়াইটার সময় নাম্বার প্লেট বিহীন ১টি পিক্আপ বাসন থানা পুলিশ চেকপোস্টে থামানোর চেষ্টা করলে পিক্আপটি দ্রুত গতিতে চলে যায়।
তাৎক্ষণিক ডিউটিরত পুলিশ পিক্আপটিকে প্রায় দেড় ঘন্টা ধাওয়া করে বাসন থানাধীন ভাওয়াল কলেজ রোডে আটক করে।
আটককৃত পিকআপ হতে ২জন কে আটক করাহয় অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৬টি গরু,দা,কাটার,রড উদ্ধার করা হয়।
আসামিরা সংঘবদ্ধ গরুচোর দলের সদস্য।এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে