গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে খায়রুল (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খায়রুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তরপাড়া এলাকার সায়েদ আলীর ছেলে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, সাভার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ২০১৮ সালের ৭ জুন থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি ছিলেন খায়রুল।
শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হবে বলে জানান কারা কর্মকর্তা