শ্রীপুর( গাজীপুর ) প্রতিনিধি,
জমকালো আয়োজনে গাজীপুরের শ্রীপুরে বহুল প্রচারিত দৈনিক স্বাধীন টাইমস পত্রিকার ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ শে মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলার জৈনাবাজার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক স্বাধীন টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক স্বাধীন টাইমস পত্রিকার প্রধান উপদেষ্টা ও গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শারফুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন কাজল শ্রীপুর সদর প্রেসক্লাবের সভাপতি হাদীউল আলম মোড়ল, শ্রীপুর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, দৈনিক স্বাধীন টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার রমজান আলী রুবেল, আনন্দ টিভির গাজীপুর সদর প্রতিনিধি তৈয়বুর রহমান, নিউজ ২১ টিভির শ্রীপুর প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক দেশান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি জনি আহম্মেদ, দৈনিক স্বাধীন টাইমস পত্রিকার বিশেষ প্রতিনিধি মোজাম্মেল, দৈনিক ভোরের পৃথিবী পত্রিকার গাজীপুর প্রতিনিধি কামাল পারভেজ, সপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার স্টাফ রিপোর্টার রমিজ উদ্দিন প্রমুখ।