শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি ২ মাওনা জোনাল অফিসের আওতায় চকপাড়া সাব সাবস্টেশন থেকে গভীর রাতে তামার তার চুরি হয়েছে । চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
শ্রীপুর উপজেলার চকপাড়া সাব সাবস্টেশন দ্বায়িত্ব পালনের সময় আনুমানিক রাত ৩ঘটিকার সময় লাইন টেকনিশিয়ান মাজাহারুল ইসলাম ,চোরের উপস্থিতি টের পায় লাইন টেকনিশিয়ান মাজাহারুল ইসলাম বাহিরে আসতে চাইলে বের হতে পারে নাই ।বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয় । বাহিরে বের হতে না পেরে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে চোর ধরার চেষ্টা করে ও বাহিরের তালা ভেঙে ভেতরে থাকা কর্মকর্তাদের উদ্ধার করে । সকালে মাওনা জোনাল অফিসের জেনারেল ম্যানেজার শাহ্ আলম জাবের শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে মাওনা পুলিশ ক্যাম্পের এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খন্ড ইদ্রিস এন্টরপ্রাইজ এর সস্তাধিকার মোঃ আকরাম হোসেনের ভাড়া বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির ২ মাওনা জোনাল অফিসের জেনারেল ম্যানেজার শাহ্ আলম জাবের,এজিএম তানভীর সালাউদ্দিন, এজিএম আজিজুল হক ,ইঞ্জিনিয়ার হুমায়ূন কবির ,এডমিন অফিসার গোলাম হোসেন সহ অফিসের অন্যান্য কর্মকর্তা ।