নিজস্ব প্রতিনিধি:
পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম এর অঙ্গীকার চোর ডাকাত সন্ত্রাস মাদক জঙ্গিবাদ নরসিংদী থেকে নিপাত যাক। এই শ্লোগানকে প্রতিপাদ্য দিয়ে ২৮ মার্চ সোমবার ভোরে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য কে একটি পিকআপ ভ্যান সহ গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায় ডাকাতরা বিভিন্ন মালামাল চুরি করত সেই মাল বিক্রি করে টাকা জমিয়ে ক্রয় করে একটি কাভার্ড ভ্যান। সেই কাভার্ড ভ্যান ব্যবহার করে রাস্তার পাশে দোকান ও ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের ডাকাতি শুর করে দলের চক্রটি।
ডাকাত দলের সদস্যরা বেশ কয়েক বছর ধরে এমন অপরাধ করে আসছিল্ ,সোমবার ভোরে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি খালপাড় হতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদরের সাহেপ্রতাপ এলাকার ভিকচান মিয়ার ছেলে ছানা উল্লা মিয়া (৩৪), শিবপুর থানার হানিফ মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৩২), মৌলভীবাজার জেলার সাম্পাসি এলাকার নুর মিয়ার ছেলে রবেল মিয়া (৩০), নরসিংদী সদরের শ্রীনগর এলাকার শহিদ মিয়ার ছেলে হালিম মিয়া (৩৮) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বালিজুড়ি এলাকার মৃত নুরল ইসলাম মিয়ার ছেলে শাহীন আলম (৩৫)।
তাদের নিকট হতে ১টি কাভার্ড ভ্যান, ১টি চাপাতি, ১টি লোহার শাবল, হাইড্রোলিক কাটার, লোহার রড ও রশি উদ্ধার করা হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল বাসার নিশ্চিত করে বলেন সাদা পিকআপ ভ্যানে করে কয়েক জন ডাকাতির উদ্দেশ্যে শীলমান্দি ইউনিয়নের দগরিয়ায় অবস্থান করছে একটি চক্র এমন গোপন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক নজরল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টার সময় ৫ জনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই করে পুলিশ জানতে পারে গ্রেফতারকৃতরা প্রথমে বিভিন্ন স্থানে চুরি করতো। চুরি করে জমানো টাকায় তারা একটি কাভার্ড ভ্যান ক্রয় করে। তারপর থেকে তারা রাস্তার পাশে বিভিন্ন দোকানে, বিভিন্ন বাড়ির গরু ও ডাকাতি করতো।
ডাকাতির প্রস্তুতিকালে আটকের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ছানা উল্লার বিরদ্ধে এর আগেও হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মাদক মামলা, রবেল এর বিরদ্ধে একই থানায় মাদক মামলা ও হালিম মিয়ার বিরদ্ধে শিবপুর থানায় চুরির মামলা রয়েছে।