নিজস্ব প্রতিবেদকঃ
স্ত্রীকে হত্যার দায়ে রাজশাহীর সেই মাদরাসা শিক্ষক আক্কাস আলীর (৪০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে । মঙ্গলবার রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আক্কাস আলী মোহনপুর উপজেলার হাজারপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার মহিষকুণ্ডি দাখিল মাদরাসার ক্বারিয়ানা শিক্ষক ছিলেন। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, আক্কাস আলীর স্ত্রী ফরিদা বিবি একটি বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পারিবারিক বিবাদের জেরে ২০১৩ সালের ২৯ জানুয়ারি সন্ধ্যায় স্বামীর বাড়িতেই নৃশংসভাবে খুন হন তিনি। ওই দিনই এ ঘটনায় নিহত ফরিদা বিবির ভাই মামুনার রশীদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের অভিযানে গ্রেফতার হন আক্কাস আলী। স্ত্রী হত্যা মামলায় গ্রেফতারের পর চাকরি হারান মাদরাসা শিক্ষক আক্কাস আলী।
এই বিষয়ে জানতে চাইলে, আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু বলেন, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরেই স্ত্রীকে নির্যাতন করতেন মাদরাসা শিক্ষক আক্কাস আলী। এ নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন তিনি। হত্যাকাণ্ডের পরই আক্কাস আলী পুলিশের অভিযানে গ্রেফতার হন। এরপর থেকেই কারাবন্দী ছিলেন তিনি।
এদিকে আদালতে মামলার বিচার কাজ চলতে থাকে। ২৩ জনের সাক্ষ্যে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আসামির উপস্থিতিতেই আদালত তার মৃত্যুদন্ডের আদেশ দেন।