নিজস্ব প্রতিবেদক :
বাবার হাতে প্রাণ গেলো ৩ মাসের শিশুর মরদেহ সামনে নিয়ে স্বজনদের আহাজারি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন মাসের কন্যা শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (৩০ মার্চ) উপজেলার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে চৌবিলা গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার (২৫) সঙ্গে একই ইউনিয়নের জয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। কিছুদিন পর যৌতুকের জন্য জান্নাতিকে চাপ সৃষ্টি করেন রঞ্জু। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে জান্নাতি খাতুন গর্ভবতী হলে বাবার বাড়িতে চলে যান। সেখানেই একটি কন্যা সন্তান জন্ম হয়। শিশুটির বয়স ৩ মাস অতিবাহিত হলে দুই পরিবারের আলোচনায় ২৯ মার্চ বিকেলে শিশু সন্তানসহ জান্নাতিকে বাড়িতে নিয়ে আসেন রঞ্জু।
বিকেলে শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে কাজ করছিলেন জান্নাতি। এ সুযোগে রঞ্জু মিয়া শিশুটিকে আছাড় মেরে মাটিতে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর থেকে রঞ্জু মিয়া পলাতক রয়েছে।