শরীয়তপুর প্রতিনিধি:
ট্রলারযোগে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার সময় ভূ মধ্যসাগরে ট্রলার ডুবিতে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের বেড়া চিকন্দী গ্রামের মনির হোসেন নামে একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নিখোঁজ মনির হোসেনের বাড়িতে চলছে ছেলে হারানোর শোকের মাতম। মা-বাবা ভাই-বোন আত্মীয়-স্বজন প্রতিবেশী মনির নিখোঁজে ব্যাথিত। বাড়িতে এসে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
শান্ত্বনা দিচ্ছেন নিখোঁজ মনির হোসেনের পরিবারকে।
নিখোঁজ মনিরের মা-বোন শোকে বারবারই জ্ঞান হারাচ্ছেন।
দরিদ্র পরিবারে সচ্ছলতা ফেরাতে বেড়া চিকন্দী গ্রামের সিরাজ চোকদারের তিন ছেলে-মেয়ের মধ্যে ছোট ছেলে মনির হোসেন ২০১২ সালে বিভিন্ন মাধ্যমে লিবিয়া পৌঁছান। সেখানে দশ বছর ধরে কাজ করছিলেন।
মনির হোসেনের সবসময়ই স্বপ্ন ছিলো ইতালি যাওয়ার। সেই স্বপ্নের দেশে যাওয়ার উদ্দেশ্য ২০২২ সালের ২৯ মার্চ মঙ্গলবার সাগর পথে একটি ট্রলারযোগে মনির হোসেনসহ বাংলাদেশ ও অন্য দেশের ৩২ জন একসাথে ইতালির উদ্দেশ্যে রওনা দেন। পরে ট্রলারটি স্রোতে ডুবে যায়। মানুষের হাবুডুবু দেখে সেখান দিয়ে যাওয়া একটি জাহাজ ১৫ জনকে উদ্ধার করেন। বাকি ১৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ট্রলার ডুবিতে মনির হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারকে জানান একই ইউনিয়নের ভূ মধ্যসাগরে ট্রলার ডুবিতে বেঁচে ফেরা ওয়াসিম মিয়া।
নিখোঁজ মনির হোসেনের বাবা সিরাজ চোকদার বলেন, আমার পরিবারের একমাত্র ভরসা ছিল আমার ছেলে মনির হোসেন। ইতালি যাওয়ার পথে ওদের ট্রলার ডুবে গেছে। আমার ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কিছুই জানি না। জেলা প্রশাসন ও সরকারের কাছে আমার দাবি আমার ছেলেকে জীবিত হোক আর মৃত হোক উদ্ধার করে আমার পরিবারের কাছে যাতে ফেরৎ দিন।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব খান জানান, নিখোঁজ মনির হোসেন একজন রেমিটেন্স যোদ্ধা ছিলো। সে তার পরিবারের স্বচ্ছলতা নিয়ে অনেক ভাবতো। তাই ১২ বছর আগে বিদেশে যায়। কিন্তু ২৯ মার্চ ইতালি যাওয়ার উদ্দেশ্য ট্রলারে করে পাড়ি দেওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। আমার দাবি সরকার খোঁজ খবর নিয়ে মনিরকে উদ্ধারের ব্যবস্থা করুন।