সড়ক-মহাসড়কে দোকান স্ট্যান্ড স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজির অভিযোগ
মোঃ অাব্দুল বাতেন বাচ্চু,
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা ও আশপাশ এলাকায় সড়ক মহাসড়কে যানবাহনের স্ট্যান্ড দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ করছে এলাকাবাসি। বৃহস্পতিবার বিকেলে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিশেষ আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন স্থানীয়রা।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ আলী, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সাইফুদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো.শামসুল আলম প্রধান, সহকারী পুলিশ সুপার কালিয়াকুর সার্কেল আজমীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কোভিদ হিমু, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবা, শ্রীপুর মডেল থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
মতবিনিময় সভায় মহাসড়কের ওপর অবৈধ অটো রিক্সা,সি এনজি চলাচল, স্ট্যান্ড ও দোকান বসিয়ে চাঁদাবাজি অনিয়ম বিশৃংখলার বিষয়ে অভিযোগ করে বক্তব্য রাখেন ব্যবসায়ী জুয়েল মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন শামীম, আরজু সরকার, সাংবাদিক জামাল উদ্দিন, ইজাজ আহমেদ মিলন, রাতুল মন্ডল সহ স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী মাওনা চৌরাস্তা এলাকায় প্রায় ৩৫ টি হাসপাতাল ৩৩ হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সড়ক ও মহাসড়কে উপর ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড বসিয়ে একটি সংঘবদ্ধচক্র ব্যাপক চাঁদাবাজি করছে। তারা অবিলম্বে যানজট নিরসন সহ চাঁদাবাজির বন্ধের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, অবিলম্বে মাওনা চৌরাস্তা ও আশপাশের সড়ক-মহাসড়কের উপর অবৈধভাবে ফুটপাত দখল করে থাকা দোকানপাট সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হবে। সড়ক এবং মহাসড়কের উপর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যানজট নিরসনে এবং চাঁদাবাজি বন্ধে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।