ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের হাত ভেঙ্গে দিলেন প্রভাবশালীরা
ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাগরনি টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা মাসুমের পুর্ব শত্রুতার জেরে আতর্কিত ভাবে হামলা করে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে আজগর আলী নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
রবিবার বিকালে পীরগঞ্জ উপজেলার টিএনটি রোডের শিমুল তলা নামক জায়গায় এই ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে গতকাল রবিবার রাতে সাংবাদিক মাসুম আজগর আলী নামে সেই ব্যক্তির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন
আহত সাংবাদিক মাসুদ রানা মাসুম উপজেলার আলহাজ্ব আবুল কাশেমের ছেলে ও জাগরণী টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি।
সাংবাদিক মাসুম জানান, “জায়গা জমির বিষয়ে আমি তাকে জিজ্ঞাসা করলে অতর্কিত ভাবে লোহার রড দিয়ে আমাকে আঘাত করলে আমার হাত ভেঙ্গে যায় আমি হাসপাতালে ভর্তি আছি আমি এর সুষ্ঠ বিচার চাই”।
এ বিষয়ে অভিযুক্ত আজগর আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভাব হয়নি।
পীরগঞ্জে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এজাহার পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।