নরসিংদীর রায়পুরায় মিটার নিয়ে
দন্ধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
বশির আহম্মেদ মোল্লা, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় মিটার নিয়ে দন্ধের জেরে বড় ভাই আব্দুল মোতালিব (৪৫) বাড়ির কাঁঠাল গাছের সাথে বেঁধে পিটিয়ে তারই ছোট ভাই শফিকুল ইসলাম (২৫) কে হত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাতে নরসিংদীর রায়পুরায় হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ও অভিযুক্ত মোতালিব ওই গ্রামের মৃত মুর্শেদ মিয়ার ছেলে। শফিকুল মনিপুরা বাজারে কুলি-মুজুরের কাজ করতো। নিহতের পরিবারের লোকজন জানান, মোতালিব মানুষের জমিতে টাকার বিনিময়ে মটরে পানি দেওয়ার কাজ করতো। সেজন্য সে পল্লী বিদ্যুতের অবৈধ্য লাইন ব্যবহার করতো। আগে সেই মিটার থেকে শফিকুল লাইন ব্যবহার করতো। কিছুদিন আগে মোতালিব পল্লী বিদ্যুতের লোকজনের ভয়ে মিটারটি সরিয়ে অন্যত্র স্থাপন করে। যার ফলে শফিকুল আর তার ঘরে বিদ্যুত ব্যবহার করতে পারছিলো না। তাই শফিক ক্ষুব্দ হয়ে বড় ভাই মোতালিবের নামে পল্লী বিদ্যুত অফিসে একটি অভিযোগ করে। তার প্রেক্ষিতে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ গতকাল লাইনটি কেটে দেয়। পরে মোতালিব কাল সাড়াদিন বিভিন্ন কৌশলে শফিকুলকে খোঁজে। এমতাবস্তায় তাদের মা তার বোনের শ^শুরবাড়িতে থাকায় তাকে ফোন করে ভাই শফিকুলকে মেরে ফেলার হুমকিও দেয় মোতালিব। পরে এক পর্যায়ে রাতে যখন শফিকুল ঘুমাতে আসে তখন শফিকুলকে ধরে এনে বাড়ির উঠানের কাঁঠাল গাছের সাথে বেঁধে পিটিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় বড় ভাই মোতালিব। পরে সকালে তাদের মামা বাড়িতে এসে বাড়ির উঠানে শফিকুলের মরদেহ দেখতে পায়। নাম প্রকাশে অনিচ্ছুক তাদের প্রতিবেশি জানান, মাঝ রাতে আমি যখন চিৎকার চেচাঁমেচির শব্দ শুনে বের হই তখন মোতালিব অর্কথ্য ভাষায় গালাগালি করে আমার দিকে তেড়ে আসে। আমার স্বামী ওই দিন বাড়িতে না থাকায় পরে আর বেড়–নোর সাহস দেখাই নাই। সকালে তাদের মামার চিৎকার শুনে বেড়িয়ে দেখি উঠুনে শফিকুলের মরদেহ পরে আছে। এ ব্যাপারে আমিরগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনর্চাজ এসআই ফরিদ জানান, মূলত মিটার নিয়ে দন্ধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে গাছের সাথে বেঁধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আসামী গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।